জেলাভিত্তিক যোগাসন সম্পন্ন
করিমগঞ্জ : জেলা যোগাসন স্পোর্টস সংস্থার পরিচালনায় রবিবার জেলা ভিত্তিক যোগাসন অনুষ্ঠিত হল সরস্বতী বিদ্যানিকেতনে৷ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দজী মহারাজ, অল আসাম যোগাসন স্পোর্টস সংস্থার রাজ্য সভাপতি বিকাশ গোস্বামী, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, DSA সচিব সুদীপ চক্রবর্তী, আধার স্পোর্টস সম্পাদক মৃন্ময় ভট্টাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১১০ প্রতিযোগী অংশ গ্রহণ করে৷ পদক জয়ীদের আগস্টে রাজ্য যোগাসন প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়৷ অনুষ্ঠানে আগামী ৬ মাসের জন্য করিমগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে বাপন দেবের নাম ঘোষণা করেন রাজ্য সভাপতি গোস্বামী৷
প্রতিযোগিতার নির্দেশক ছিলেন শিবানু কর৷ মুখ্য বিচারক ছিলেন রাজেশ দাস৷ বিচারক হিসেবে ছিলেন জয়দেব সিকদার, জুরিটি বরকাকতি বরদলৈ, বাপন নাথ, সম্রাট দাস, চন্দন দেব, পরমজিত চৌধুরী, কল্পা ভট্টাচার্য, রঞ্জিত বৈদ্য প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালন করেন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যোগাসন স্পোর্টস সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জীব দাস৷ সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করা হয়৷