Monday, October 3, 2022

জেলা নাথযোগী সম্মিলনীর এক সভা অনুষ্ঠিত করিমগঞ্জে

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা নাথযোগী সম্মিলনীর এক সভা হয় সোমবার৷ পিছিয়ে পড়া নাথ জাতির বিভিন্ন দিক নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয়৷ কানাইবাজারে মহমায়া ভবনে অনুষ্ঠিত সভায় পৌরোহিত্য করেন করিমগঞ্জ নাথ যোগী সম্মিলনীর সভাপতি দেবাশিস নাথ৷

পিছিয়ে পড়া নাথ জাতির সাহিত্য সংস্কৃতি নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয়৷ সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা সংস্কৃতি তথা রাজনৈতিক দিক দিয়ে অগ্রসর হতে হবে৷ এমনটাই বলেন বিশ্ব নাথ যোগী সম্মিলনীর সভাপতি প্রাক্তন বিধায়ক প্রণব কুমার নাথ, জেলা নাথ যোগী সম্মিলনীর উপ-সভাপতি বিরাজ মোহন নাথ, সমাজসেবী মণীন্দ্র দেবনাথ প্রমুখ৷

সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য মানিক দেবনাথ, নিতাই দেবনাথ, ভুবন দেবনাথ, হরিপদ দেবনাথ, বিষ্ণুপদ দেবনাথ, নকুল ভৌমিক প্রমুখ৷

Latest Updates

RELATED UPDATES