Updates

করিমগঞ্জ আড্ডার ছাত্র রাজনীতি সংক্রান্ত আলোচনা

করিমগঞ্জ : ছাত্র রাজনীতি দুর্বল হওয়ার দরুন গণতন্ত্র দুর্বল হচ্ছে, আমলাতন্ত্র সবল হচ্ছে৷ রবিবার করিমগঞ্জ আড্ডার উদ্যোগে আয়োজিত এক আলোচনায় মূলত এই কথা গুলো বলেন অধিকাংশ৷ আলোচনার বিষয় ছিল ‘দিশাহীন ছাত্র রাজনীতি দেশের সামগ্রিক অবক্ষয়ের অন্যতম কারণ’৷ প্রাক্তন উপ-পৌরপতি সুখেন্দু বিকাশ পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বলেন, ভারতের স্বধীনতা আন্দোলনে ছাত্রদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল৷ স্বাধীনতার পর দেশে বড় বড় ছাত্র আন্দোলন হয়েছে৷ বরাক উপত্যকায় ৬০/৬১-র ভাষা আন্দোলন পরবর্তীতে ৭২ ও ৮৬ ভাষা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন৷ আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের ফসল৷

তাঁরা বলেন, জাতীয় স্তরে অটল বিহারী বাজপেয়ী, সুষমা স্বরাজ সহ অন্যান্য রাজনৈতিক নেতা ছাত্র রাজনীতি থেকে সংসদীয় রাজনীতিতে এসেছেন৷ আলোচনায় অংশ নেন পিকে রায়, রাহুল চক্রবর্তী, দীপঙ্কর ঘোষ, পবিত্র দেব, অপূর্ব দত্ত, প্রসেনজিৎ নাথ, শ্যামল প্রসাদ চৌধুরী, সুখেন্দু বিকাশ পাল প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button