Monday, October 3, 2022

টেবিল টেনিসে সোনা জয় ভারতীয়দের

বার্মিংহাম : পদক পেল টিটির পুরুষ দল৷ চলতি কমনওয়েলথ গেমস থেকে ফের সোনা পেল ভারত৷ কমনওয়েলথ টেবিল টেনিসে পুরুষদের টিভ ইভেন্টে সোনার পদকের ম্যাচে প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর৷ শুরুতেই ডাবলস ম্যাচ ছিল৷ হরমীত দেশাই-সাথিয়ান গণশেখরন জুটি ১ম ম্যাচে জিতে নেন ১৩-১১, ১১-৭, ১১-৫ ব্যবধানে৷

১-০ এগিয়ে থেকে ভারতের হয়ে ২য় ম্যাচে সিঙ্গলসে মুখোমুখি হয়েছিলেন ভারতের শরথকমল ও সিঙ্গাপুরের ঝে ইউ ক্ল্যারেন্স৷ হাড্ডাহাড্ডি লড়াই হয় এই ম্যাচে৷ ১ম গেমে জিতে এগিয়ে ছিলেন ক্ল্যারেন্স৷ ২য় গেমে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ৷ অবশেষে ১-১ করেন শরথ৷ ৩য় ও ৪র্থ গেম জেতে ম্যাচ জয় হয় ক্ল্যারেন্সের৷ ফলে দলগত দিক থেকে স্কোর দাঁড়ায় ১-১৷

৩য় ম্যাচে মুখোমুখি হন সাথিয়ান গণেশকরণ এবং ইউ এন কোয়েন পাঙ৷ ১ম গেম সাথিয়ান জিতলেও দ্রুতই সমতা ফেরান পাঙ৷ ৩য় গেম জিতে ফের ২-১ এগিয়ে যান সাথিয়ান৷ এরপর ৪র্থ গেম জিতে ম্যাচ জেতেন সাথিয়ান৷ দলগত স্কোর এগোয় ২-১৷ তখনও ২টি সিঙ্গলস ম্যাচ বাকি ছিল৷ কিন্তু ভারত ১টি ম্যাচ জিতলেই সোনার পদক চলে আসত৷ আর হলও সেটাই৷

৪র্থ ম্যাচে ভারতের হরমীত দেশাইয়ের প্রতিপক্ষ ছিল ঝে ইউ ক্ল্যারেন্স৷ শরথকমলের কাছেই সিঙ্গলসে হারেন৷ হরমীত অবশ্য ৩টি গেমই জেতেন ক্ল্যারেন্সের বিরুদ্ধে৷ স্বর্ণ পদক নিশ্চিত করেন হরমীত দেশাই৷

Latest Updates

RELATED UPDATES