ট্রেনের চাকায় কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু মনাছড়ায়
লালা ও আমলা প্রতিনিধি : যাত্রীবাহী ট্রেনের চাকার নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের৷ ঘটনাটি ঘটেছে মনাছড়া রেল স্টেশনে৷ ভৈরবী থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেন এলে শুক্রবার সকাল ৭:৩০টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ হতভাগ্য যুবকের নাম সজল চন্দ (৪০/৫০)৷ বাড়ি আয়নাখাল চা বাগান বলে জানান বিজেপি নেতা চৌধুরীচরণ গৌড়৷
জানা গেছে, শুক্রবার সকাল ৭:৩০টা নাগাদ সজল চন্দ ট্রেন ছাড়ার সময় ট্রেনে ওঠার চেষ্টা করেন৷ তখন পাদানি থেকে পিছলে ট্রেনের নিচে পড়ে যান৷ তার পেটের ওপর দিয়ে চাকা চলে যায়৷ সে সময় ট্রেনটি সবে গতি নিতে শুরু করেছিল৷ স্থানীয়দের চিৎকারে ট্রেনের চালক ব্রেক কষেন৷ সজলের দেহ টুকরো না হলেও ঘটনাস্থলে প্রাণ হারান৷ খবর পেয়ে বদরপুর থেকে রেল পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়৷
হতভাগ্য সজল চন্দ স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন৷ ঘটনায় আয়নাখাল বাগানে শোকের ছায়া নেমে এসেছে৷ ঘটনায় বিজেপি নেতা চৌধুরীচরণ গৌড় গভীর শোক প্রকাশের পাশাপাশি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷