Barak Valley

তফশিলি জাতি প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা

জনসংযোগ, করিমগঞ্জ : অসম দক্ষতা বিকাশ মিশন থেকে PMAJAY অধীনে তফশিলি জাতি প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা বিকাশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ করিমগঞ্জের দক্ষতা নিয়োগ ও শিল্পোদ্যোগ বিভাগের ভারপ্রাপ্ত জেলা নিয়োগ আধিকারিক জানিয়েছেন, এতে রিটেল সার্ভিসেস, হাসপাতাল হাউসকিপিং, ফুড এন্ড বেভারেজ সার্ভিসেস এবং বিউটি ও ওয়েলনেস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ এই প্রশিক্ষণের জন্য তফশিলি জাতি প্রার্থীদের বয়স ১৮-২৫ বছর, শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক পাস এবং আড়াই লক্ষ টাকার নিচে আয়ের প্রমাণ পত্র থাকতে হবে৷ প্রার্থীদের ওই বিষয়গুলিতে গুয়াহাটির নর্থ ইস্ট স্কিল সেন্টারে অত্যাধুনিক সুবিধার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে৷ এতে আরও জানানো হয়েছে বিনামূল্যের ওই কোর্সের মেয়াদ ১ বছরের৷ পাশাপাশি গুয়াহাটিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা ও নিশ্চিত নিয়োগের ব্যবস্থা থাকছে৷ এই যোজনার বিষয়ে বিস্তারিত জানতে এবং প্রার্থীদের নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ২৮ জুন বেলা ৩টায় করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতন বিদ্যালয়ে এক পথ প্রদর্শন অভিযানের আয়োজন করা হয়েছে৷ ওই অভিযানে জেলার ইচ্ছুক প্রার্থীদের যোগদান করতে বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button