তিন কোটি টাকার কফ সিরাপ জব্দ চুড়াইবাড়িতে, ধৃত ২
করিমগঞ্জ : মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে করিমগঞ্জ পুলিশ ব্যাপক সাফল্য পেয়েছে৷ চুড়াইবাড়িতে অসম পুলিশ অভিযান চালিয়ে ৩টি লরি থেকে বহু নেশা জাতীয় কফশিরাপ জব্দ করে৷ কলকাতা থেকে অসম, মেঘালয় হয়ে আগরতলাতে যাওয়ার কথা ছিল এই কফশিরাপ৷ ২টি লরি থেকে পুলিশ নেশা জাতীয় কফশিরাপ উদ্ধার করতে সক্ষম হয়৷ এই কার্যে জড়িত থাকার অপরাধে ২ জন চালককে আটক করতে সক্ষম হলেও ১ জন পালিয়ে যায়৷ যাদেরকে আটক করা হয় তারা হলেন সামিনুল ইসলাম (৩৬) বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার শিমুলিয়াতে৷ অপরজন হলেন বিভেশ কুমার (৩৮)৷ তার বাড়ি বিহারের বেগুসরাই জেলার ঘরপুড়াতে৷ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসায় লরিচালক সামিনুর জানায় নেশা সামগ্রীগুলো কলকাতার বড়বাজার থেকে নেওয়া হয়েছিল৷ এবং আগরতলা পৌঁছানোর উদ্দেশ্য ছিল তাঁদের৷ এদিকে ওপর লরিচালক বিভেশ কুমার জানিয়েছে তার গাড়িতে যতগুলি নেশাজাতীয় সামগ্রী ছিল তা গুয়াহাটি থেকে বোঝাই করা হয়েছিল আগরতলায় পাঠানোর উদ্দেশ্যে৷ ওই অভিযানে পুলিশ ১ম লরি থেকে ৩২৩ কার্টুনে থাকা ৫১,৬৮০ বোতল এক্সকাফ কফশিরাপ জব্দ করে৷ ২য় লরি থেকে আটক করে ৭২ কার্টুনে থাকা ১,৫২০ বোতল কফশিরাপ৷ অনুমান করা হচ্ছে এর বাজার মূল্য ৩ কোটি টাকা৷