Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জে রেলে জমিতে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হল ৭১টি বসতবাড়ি

করিমগঞ্জ : করিমগঞ্জে অবৈধ দখলকৃত রেলের জমি ও আবাসন উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে দফতর। আজ সোমবার করিমগঞ্জ টাউন মৌজার পার্ট-৫, ব্লক-৯-এর অধীনে রেলের জমিকে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

দখলমুক্ত করতে লামডিঙে অবস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ওয়ার্কস) কার্যালয়ের এস্টেট অফিসার এক পত্র যোগে জানালে এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট রেলওয়ে বিভাগ এবং পুলিশ প্রশাসনের সাথে পরামর্শ করে আজ ২০ মার্চ রেলওয়ের সংশ্লিষ্ট জমিকে অবৈধ দখলমুক্ত করা হবে বলে স্থির করা হয়।

সোমবার সেই সূচি অনুযায়ী করিমগঞ্জ রেলওয়ে জংশনের কাছে শিলচর রোড এলাকায় ৭১টি পরিবারের বাড়িঘর ও দোকানপাট রেলের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতি তদারকির জন্য করিমগঞ্জের সার্কল অফিসার অন্তরা সেন এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিক্রম চাষা দায়িত্ব প্রদান করেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত থাকলেও কোনও ধরনের বল প্রয়োগের প্রয়োজন পড়েনি। বরং অবৈধভাবে দখলদারীরাই উচ্ছেদ অভিযানে প্রশাসনকে সহযোগিতা করেছেন।

Show More

Related Articles

Back to top button