Monday, October 3, 2022

তিরঙ্গা যাত্রা, সরস্বতী বিদ্যা নিকেতন,করিমগঞ্জ।

করিমগঞ্জ : আজ সকাল বৃষ্টিস্নাত পরিবেশে তিরঙ্গা যাত্রার সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় সুহাস রঞ্জন দাস। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা ASTC চেয়ারম্যান মাননীয় মিশন রঞ্জন দাস। বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তথা বিদ্যালয়ের ঘোষ বাহিনী এবং NCC ক্যাডাররা তিরঙ্গা যাত্রায় অনবদ্য শোভা বর্ধন করে। এই যাত্রায় বিশেষ সম্মান প্রদর্শন হিসেবে করিমগঞ্জ জেলার জেলা উপায়ুক্ত, জেলার পুলিশ অধিক্ষক, ASTC চেয়ারম্যান মহাশয়কে তিরঙ্গা স্মারক ও জাতীয় পতাকা শ্রদ্ধা সূচক ভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হয়। এই শোভা যাত্রায় পরিচালন সমিতির সহ সভাপতি ডাঃ কমলেশ দে, সম্পাদক সুবীর বরণ রায়, সদস্যা গীতা সাহা, সদস্য সন্দীপ রায়, অজয় দাস, নর্মদা চক্রবর্তী, নেপাল ধর, সমীর দাস, কৃষ্ণ দাস প্রমুখ ও অন্যান্য সদস্যবৃন্দ শোভাযাত্রায় যোগদান করে ছিলেন। তাছাড়াও বিদ্যালয়ের বিদ্যার্থী/ আচার্য্য/ আচর্যা/ কর্মচারী বৃন্দ সহ সর্বমোট পাঁচ শতাধিক সংখ্যা শোভা যাত্রায় অংশগ্রহণ করেন।

Latest Updates

RELATED UPDATES