ত্রাণ নিয়ে ডিসির সঙ্গে বৈঠক বিজেপি সভাপতির
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি সামান্যতম পরিবর্তন হয়নি৷ অবিরাম বৃষ্টিপাতের ফলে জেলায় ৩টি প্রধান নদীর জলস্ফীতি অপরিবর্তিত৷ প্রতিদিন নতুন এলাকা প্লাবিত হচ্ছে৷ শহর সহ জেলার বিভিন্ন এলাকায় বন্যাক্রান্তদের উদ্ধারের জন্য SDRF নামানো হয়েছে৷ শহরে ইতিমধ্যে যেসব আশ্রয় শিবির খোলা হয়েছিল তা বন্যাক্রান্তদের জন্য পর্যাপ্ত নয়৷ এবার শহরের প্রায় সবকয়টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় শিবিরের জন্য জেলা প্রশাসন দখলে নিয়েছে৷
জেলার বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য৷ বুধবার পৌরপতি রবীন্দ্র দেবকে সঙ্গে নিয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সুব্রত৷ তিনি শিবিরের আবাসিকদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রদানের দাবি জানান৷ সেই সঙ্গে গ্রাম শহরে জলবন্দি মানুষের সাহায্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে কথা বলেন৷ জেলা বিজেপি সভাপতি বলেন, ত্রাণ সামগ্রীর পাশাপাশি পশু খাদ্য বিতরণের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্যও জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছেন৷