Wednesday, September 28, 2022

দাবদাহে পুড়ল শিলচর, পারা চড়ল ৩৯.৬-এ

শিলচর : সাধারণ জনগণের আর শান্তি নেই৷ অল্প কয়েকদিন আগে বন্যায় বিধ্বস্ত হন এ অঞ্চলের প্রায় ৮০% মানুষ৷ এদিকে corona-র সংক্রমণও দ্রূত বাড়ছে৷ ইতিমধ্যে অসম সরকার লাল সংকেত জারি করেছে corona-র জন্য৷

একের পর এক প্রাকৃতিক দুর্যোগে যখন মানুষ জেরবার, তখন হঠাৎ প্রচন্ড গরম বেড়ে যায়৷ এতে হাঁসফাঁস করছেন মানুষ৷ গত ২/৩ দিন থেকে বরাক সহ উত্তর-পূর্বের বিভিন্ন জায়গায় গরমে দিশেহারা মানুষ৷

শিলচরে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬, গুয়াহাটি ৩৮.১, ডিব্রুগড় ৩৬.৬, তেজপুর ৩৭.২, আগরতলা ৩৭.১, ইটানগর ৩৮.১, ঈম্ফল ৩১.১ ছিল৷ নানা দুশ্চিন্তার মধ্যে থাকা জনগণ হঠাৎ করে গরমের দাপট বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন৷ এর ফলে বাড়ছে অসুখ-বিসুখও৷ প্রকৃতির লীলার সঙ্গে মানুষের ভারসাম্য রেখে চলা দায় হয়ে পড়েছে৷ প্রকৃতির কাছে যে সবাই অসহায় তা সাম্প্রতিক বিভিন্ন ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে পড়েছে৷

Latest Updates

RELATED UPDATES