Barak ValleyEducation
দাবদাহ : হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে সময়সূচী পরিবর্তন
জনসংযোগ, হাইলাকান্দি, ৪ জুন : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় গরমের প্রকোপ অব্যাহত থাকায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠদানের সময়সূচী এগিয়ে এনেছেন। রবিবার হাইলাকান্দিতে জারি করা এক আদেশে জেলা ম্যাজিস্ট্রেট জেলার এলপি,ইউপি, হাইস্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের পাঠদানের সময়সূচী সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন। এই আদেশে এলপি স্কুলের পাঠদান দুপুর ১২টা ১৫ মিনিটে, ইউপি স্কুলের পাঠদান ১২টা ৪৫ মিনিটে এবং হাই ও হাইয়ার সেকেন্ডারি স্কুলের পাঠদান দুপুর একটা ১৫ মিনিটে শেষ হবে বলে জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই পাঠদান সময়সূচী নির্দেশ জারি থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়ে দিয়েছেন।। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জেলায় এই আদেশ বহাল থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের ওই আদেশে জানানো হয়েছে।