BARAK VALLEY

দীনদয়াল কলেজে নজরুল স্মরণে বিশেষ বক্তৃতানুষ্ঠান

জনসংযোগ, করিমগঞ্জ : নজরুল জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে বিশেষ বক্তৃতানুষ্ঠান আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে মুখ্য অতিথি বক্তা হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী৷ অনুষ্ঠানের মুখ্য পৃষ্ঠপোষক ছিলেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব ও অধ্যক্ষা ড. জয়শ্রী চক্রবর্তী৷

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ড. সুরজিৎ রায়৷ অনুষ্ঠানের সভাপতি হিসাবে ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সতীনাথ পাল৷ সমন্বয়ক ও যৌথ সমন্বয়ক ছিলেন যথাক্রমে বাংলা বিভাগের প্রধান ড. দেবযানী দেবনাথ ও ড. কণিকা চক্রবর্তী৷ এছাড়াও অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷

সতীনাথ পালের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ পরে বক্তব্য রাখেন ড. দেবযানী দেবনাথ৷ ড. সুরজিৎ রায় নজরুলের বহুমুখী প্রতিভা নিয়ে আলোচনা করেন৷ মুখ্য বক্তা ড. বিশ্বতোষ চৌধুরীর বক্তব্যে ছিল — ‘রবীন্দ্রনাথ-নজরুল সম্পর্কের বিন্যাস’৷ পাশাপাশি তাঁর বক্তব্যে রামমোহন রায়ের নারী শিক্ষা, কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর প্রয়োজনীয়তাও উঠে৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. কণিকা চক্রবর্তী৷

Show More

Related Articles

Back to top button