BARAK VALLEY

দুই টিবি রোগীকে খাদ্য প্রদান : সরকারি শংসাপত্র সংস্থাকে

করিমগঞ্জ : করিমগঞ্জ সিভিল হাসপাতালের মনোনীত জেলার ২ টিবি রোগীকে ৬ মাস করে ১২ মাসের খাদ্য প্রদান করে সরকারি ভাবে সার্টিফিকেট পেলো বাখরশাল গ্রামের তরমাজ আলি ফাউন্ডেশন৷

জানা গেছে, করিমগঞ্জ সিভিল হাসপাতালের আহ্বানে সাড়া দিয়ে প্রতি মাসের রেশন খরচ জনৈক ২ রোগীর ঘরে পৌঁছে দেয় ফাউন্ডেশন৷ সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগের এক অনুষ্ঠানে ফাউন্ডেশন পরিচালকদের হাতে ভারত সরকারের দেওয়া সরকারি সার্টিফিকেট তুলে দেন ASTC chirman মিশন রঞ্জন দাস, টিবি রোগ বিভাগের DIO ডাঃ বিমল কুমার সরকার প্রমুখ৷ উপস্থিত ছিলেন ফাতেহ আহমেদ, জসিম উদ্দিন প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button