Barak Valley

ভৈরবনগর মণ্ডল বিজেপির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

রামকৃষ্ণনগর : বিজেপির নবগঠিত ভৈরবনগর মণ্ডলের ১ম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার৷ সকাল আনুমানিক ১১টায় ভৈরবনগর মাধবেন্দ্র মুক্ত মঞ্চে আয়োজন করা হয় এই সভার৷ মণ্ডলের নতুন কার্যালয় এখনও প্রস্তুত না হওয়ায় ১ম সভা অস্থায়ী কার্যালয় অর্থাৎ মাধবেন্দ্র মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে৷

এদিন দলীয় পতাকা উত্তোলন শেষে প্রদীপ প্রজ্বলন এবং বন্দে মাতরম সংগীত পরিবেশন করে সভার সূচনা করা হয়৷ এরপর শুরু হয় বরণপর্ব৷ প্রথমে বরণ করা হয় ভৈরবনগর মণ্ডল সভাপতি হিরেশ বিশ্বাসকে৷ এরপর করিমগঞ্জ জেলা বিজেপির সম্পাদক তথা ভৈরবনগর মণ্ডলের প্রভারী ড. দেবতোষ পালকে৷ বিধায়ক বিজয় মালাকার সহ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে বরণ করেন মণ্ডল সভাপতি হিরেশ বিশ্বাস৷ স্বাগত বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি হিরেশ বিশ্বাস৷

এদিন গঠন করা নতুন মণ্ডল কমিটিতে রয়েছেন সভাপতি হিসেবে হিরেশ বিশ্বাস, সহ-সভাপতি দিব্যেন্দু চক্রবর্তী, সাধারণ সম্পাদক পাপলু দাস, সম্পাদক আশিস রায়, কার্যালয় সম্পাদক সঞ্জয় চৌধুরী, কোষাধ্যক্ষ বিজন দে, সোশাল মিডিয়া কনভেনার অভিনাশ শুক্লবৈদ্য সহ আরও আনেকে৷

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ASTC chairman মিশনরঞ্জন দাস, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ড. দেবতোষ পাল, রঞ্জিত কর, জেলা বিজেপির সম্পাদক অমিয় দাস, সদস্য মৃগাঙ্ক দত্তচৌধুরী, ভৈরবনগর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অনিল চন্দ্র দাস৷ এদিনের সভায় করিমগঞ্জ লোকসভা আসন কীভাবে দখলে নিয়ে আসা যায় এনিয়ে টানা আলোচনা চলে৷ সভা পরিচালনা করেন দিব্যেন্দু চক্রবর্তী৷ পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে৷

Show More

Related Articles

Back to top button