দুর্গোত্সব উপলক্ষ্যে দুস্থদের বস্ত্র বিতরণ শুরু করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের
করিমগঞ্জ : শারদোর্ঘ্য হিসেবে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ স্বরূপ আজ শনিবার করিমগঞ্জের লাতু এলাকায় ২৭০ পরিবারের হাতে মা সারদার প্রসাদ হিসেবে শাড়ি, ধুতি বিতরণ করেছেন মিশন কর্তৃপক্ষ।
বাঙালির সর্ববৃহত্ উত্সবে সনাতনিদের মধ্যে বিদ্যমান পশ্চাদপদ পরিবারের মধ্যে একরাশ হাঁসি ফোটাতে শনিবার সকালে নির্ধারিত সময় স্বেচ্ছাসেবকদের নিয়ে মানুষের খোঁজে মানুষের পাশে উপস্থিত হন রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দজি মহারাজ। লাতু কালীবাড়িতে স্থানীয় বাসিন্দা, এলাকার মা-বোন এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি, ধুতি ।
ঠাকুরকে স্মরণ করে স্বামী রামভদ্রানন্দজি মহারাজ বলেন, মানুষের মধ্যে ভগবান বিরাজমান, মানুষ হয়ে মানুষের সেবা করার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীকে যেমন ফুল, নৈবেদ্য দিয়ে পূজা করা হয় তেমনি মানুষ হয়ে মানুষের সেবার প্রয়োজন। স্বামী রামভদ্রানন্দজি মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দের হাতে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন যদিও ধর্মীয় প্রতিষ্ঠান, তথাপি জনসেবা, মানবসেবা, দেশের সেবামূলক কাজ করা হয়। কেননা মানুষের মধ্যে ভগবান যে রয়েছেন সে কথা স্বামী বিবেকানন্দ নিজের মুখে বলে গেছেন। তিনি বলেন, শিবজ্ঞানে জীব সেবা, স্বামী বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে তাঁর হাতে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন সৃষ্টির আদি থেকে আজ অবধি ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।