Monday, October 3, 2022

দুল্লভছড়ায় সপ্তম রথে অগণিত ভক্ত সমাগম

দুল্লভছড়া : দীর্ঘ ১৭ বছর থেকে চলে আসা মহারথযাত্রা উদযাপন সমিতি, এইচ এস রোডের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও বৃহস্পতিবার দুল্লভছড়া হাইয়ার সেকেন্ডারি রোডে চামটিলা, ফেটিপাত এএসইবি কলোনি, কৃষ্ণনগর গ্রামের ২টি, গোড়ামানজি, বাস্কালটিলা, বিষ্ণুপুর হরিণ টিলা গ্রাম থেকে সুসজ্জিত রথগুলো একইস্থানে মিলিত হয়ে থাকে৷ এতে ভক্ত সমাগম ছিল আকর্ষণীয়৷ তাছাড়া সকাল থেকে রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা৷ এদিন কৃপা এনজিও-র পক্ষ থেকে ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়ে থাকে৷ এদিকে ভিড় সামাল দিতে পুলিশকে হিমসিম খেতে হয়৷ উদযাপন কমিটির পক্ষ থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় প্রশাসন ও ভক্তদের ধন্যবাদ জানানো হয়৷

Latest Updates

RELATED UPDATES