Wednesday, September 28, 2022

দেখা গেছে চাঁদ, ১০ জুলাই ঈদ-উল-আজহা

বদরপুর – ধর্মপ্রাণ মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ইদ-উল-আজহার চাঁদ দেখা গেল শুক্রবার৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ শরিয়ত সম্মতভাবে দেখা হয়েছে বলে জানান উত্তর-পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি৷ ১ জুলাই শুক্রবার জিলহজ মাসের ১ম তারিখ হিসেবে ধরা হবে৷ সেই হিসেবে আগামী ১০ জুলাই রবিবার ঈদ-উল-আজহা পালন করা হবে বলে ঘোষণা করেন আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি৷ এ মাসে পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে পবিত্র মক্কায় মানুষ জড়ো হয়েছেন৷ এক প্রেস বিবৃতিতে মওলানা নঈম উদ্দিন এখবর জানিয়েছেন৷

Latest Updates

RELATED UPDATES