Barak Valley
দেবদ্বারে কমিউনিটি হলের শিলান্যাস
রামকৃষ্ণনগর : আনটাইড ফান্ড ২০২২-২৩-র অর্থ বছরের অধীনে বৃহস্পতিবার আনন্দপুর জিপির দেবদ্বার সন্ন্যাসীবাড়ি আখড়ায় কমিউনিটি হলের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার৷ তিনি এদিন এলাকার জনগণের সাথে মত বিনিময় করে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা জনসমুক্ষে তুলে ধরেন৷
উপস্থিত ছিলেন বরিষ্ট কার্যকর্তা পন্ডিত দাস, সভাপতি মধুসূদন দাস সহ এলাকার নাগরিকবৃন্দ৷
এদিকে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের স্বার্থে সচেষ্ঠ রয়েছেন বলে জানান বিধায়ক৷ রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি থানার গৃহ নির্মাণের জন্য ৬ কোটি ৬২ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে৷ ৩৫ কোটি টাকা ব্যায়ে নির্মাণ হবে মডেল কলেজ৷ ইতিমধ্যে দরপত্র আহ্বান করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে৷