দেবদ্বার-কল্যাণপুর-সমৃদ্ধিপুর ও ঘোড়ামার জিপির বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন বিধায়ক বিজয়ের
রামকৃষ্ণনগর : সোমবার থেকে বিধায়ক বিজয় বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করছেন৷ সাথে সাথে বিভিন্ন শিবিরে শরনার্থীদেরও খবর নিচ্ছেন৷ মঙ্গলবার কল্যাণপুর, সমৃদ্ধিপুর, দেবদ্বার, ঘোড়ামার জিপির পার্ট ওয়ান, টু এলাকাগুলি হাটু জলে নেমে পরিদর্শন করেন৷ নিজের বিন্দুমাত্র চিন্তা না করে মানুষের সেবায় নিয়োজিত আছেন বলে জানান এলাকার মানুষ৷ এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন৷
তিনি বলেন, আপনাদের সরকারি সুযোগ-সুবিধা থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য আমি জেলাশাসকের সঙ্গে কথা বলেছি৷ যা সুযোগ-সুবিধা আসে তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে৷
এলাকার মানুষ জানান যে, এত বছর বিভিন্ন দলের বিধায়ক ছিলেন৷ একবারও আমাদের খোঁজখবর নেননি৷ কিন্তু এই প্রথম কোনও বিধায়ক আমাদের খোঁজখবর নিতে এসেছেন৷ যার জন্য ঘোড়ামার জিপির পার্ট ওয়ান, টু-র পক্ষ থেকে বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানান৷
তাঁর সঙ্গে ছিলেন বিজেপি ভৈরবনগর মন্ডল সভাপতি হীরেশ বিশ্বাস, উপ সভাপতিদ্বয় শেখর চন্দ্র দাস ও শ্রীনিবাস পাল, সাধারণ সম্পাদক পাপলু দাস, সাউথ বদরপুর জিপির প্রাক্তন সভাপতি তথা জেলা বিজেপি সম্পাদক অমিয় কান্তি দাস, ঘোরামাড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি পান্নালাল দে, সুভাষনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি ও জেলা বিজেপি কার্যকরী সদস্য সুব্রত দাস,মন্ডল কার্যালয় প্রমুখ সঞ্জয় চৌধুরী, SC মোর্চা মন্ডল সভাপতি সুরমণি সরকার, উপসভাপতি নিগমানন্দ ভারতী, শক্তিকেন্দ্র প্রমুখ অঞ্জন দাস, যুবমোর্চা ভৈরবনগর ও রামকৃষ্ণনগর মন্ডলের সভাপতি সৌরভ দাস ও নিশীথ নাথ, অভিজিৎ দাস, বিনায়ক চক্রবর্তী সহ দলীয় কার্যকর্তাবৃন্দ।