Wednesday, September 28, 2022

দেবীপক্ষের সূচনায় ‘রবিবারের সাহিত্য আড্ডা’র পুজোর সংখ্যা উন্মোচন

করিমগঞ্জ : ‘রবিবারের সাহিত্য আড্ডা’র উদ্যোগে শারোদৎসবের প্রাক মুহূর্তে মহালয়ার পূণ্যলগ্নে ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় আড্ডার আয়োজন করা হয়েছে৷ ‘রবিবারের সাহিত্য আড্ডা’র পুজো সংখ্যা তৃতীয় ভুবনের সাহিত্য’র উন্মোচন করা হবে৷ এ উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য পাঠের আসর থাকবে৷

অনুষ্ঠানে সাহিত্য অনুরাগী মননশীল ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য ‘রবিবারের সাহিত্য আড্ডা’র তরফে আমন্ত্রণ জানানো হয়েছে৷ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে৷ উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ভাষণ শেষে পুজো সংখ্যার উন্মোচন করা হবে৷ ‘বর্তমান সময়ের কবিতা’ এই বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷ আলোচনা সভার পর শুরু হবে কবিতা পাঠের আসর৷

Latest Updates

RELATED UPDATES