দৈমারির বাড়িতে গাছের নিচে বসে প্রতিবাদ কমলাক্ষের
গুয়াহাটি : ঘন ঘন বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ফলে নাজোহাল রাজ্যের জনগণ৷ Smart Meter-র নামেও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করছে APDCL বলেও সর্বত্র অভিযোগ, প্রতিবাদ৷ অন্যদিকে সরকারের দাবি Smart Meter-এ লাভবান হয়েছেন গ্রাহকরা৷ এই অবস্থায় পুনরায় বিদ্যুতের মাশুল ৩০-৭০ পয়সা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷ এ নিয়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷
কিন্তু জনগণের ক্ষোভ, প্রতিবাদের মধ্যে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির একটি মন্তব্য আগুনে ঘি ঢেলেছে৷ গ্রাহকদের প্রতি অধ্যক্ষ দৈমারির পরামর্শ — বিদ্যুৎ বিল বেড়েছে, ঘরের ফ্যান বন্ধ করে গাছের নীচে বসলেই হয়, তাতে বিদ্যুতের খরচ কমবে৷ দৈমারির এহেন মন্তব্যের পর সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে৷
বিরোধী রাজনৈতিক দলও অধ্যক্ষ দৈমারির মন্তব্যের তীব্র সমালোচনা করেছে৷ মঙ্গলবার কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিধানসভার অধ্যক্ষের
সরকারি বাসভবনের সামনে গাছের নীচে বসে অভিনব বিক্ষোভ প্রদর্শন করেন৷ এ বিষয়ে কমলাক্ষ বলেন, অধ্যক্ষ দৈমারির পরামর্শ অনুসারে তিনি গাছের নীচে বসে প্রতিবাদ জানাচ্ছেন৷
তিনি বলেন, দৈমারি তার এই মন্তব্য দিয়ে প্রকৃত অর্থে রাজ্যের ছবি প্রকাশ করেছেন৷ তিনি বলেন, যে সময়ে দেশের বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে ১০০-৩০০ unit পর্যন্ত বিদ্যুৎ free করে দেওয়া হয়েছে৷ এ নিয়ে প্রতিবাদ হলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর মন্তব্য সরকার যা করেছে জনগণের ভালর জন্য করেছে৷ বিধানসভার অধ্যক্ষের মন্তব্যের সমালোচনা করে তিনি বিধায়কদের আবাসের AC বন্ধ করে হলেও জনগণের জন্য বিদ্যুতের মাশুল হ্রাস করার জন্য মুখ্যমন্ত্রী কাছে দাবি জানিয়েছেন৷
কমলাক্ষ আরও বলেন, সরকার একদিকে জনগণের বিপক্ষে সিদ্ধান্ত নিচ্ছে, অপরদিকে, BJP সরকারের মন্ত্রী-বিধায়করা জনগণকে বিদ্রুপ করে একের পর এক মন্তব্য করছেন বলেও অভিযোগ তুলেন৷ তিনি BJP রাজ্য সভাপতি ভবেশ কলিতারও সমালোচনা করে বলেন, এটা তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে৷ মূল্যবৃদ্ধি হচ্ছে কারণ খাওয়া বেশি হচ্ছে৷ খাওয়া কমলেও নাকি মূল্যবৃদ্ধি হ্রাস পাবে৷ এদিকে তৃণমূল কংগ্রেসও মঙ্গলবার অধ্যক্ষ দৈমারির মন্তব্যের প্রতিবাদ স্বরূপ পথ নাটক করে৷