দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ভাঙার ব্যবসায়ীর
বদরপুর : দোকান থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাঙ্গা বাজারের ব্যবসায়ী কমরুল ইসলাম তাপাদার (৩৮)৷
ঘোড়ামারার লালারচকের কমরুল ইসলাম ভাঙ্গা বাজার রোডের মুদি দোকানের মালিক৷ প্রতি দিনের মতো দোকান বন্ধ করে রবিবার রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার পথে লামাজুয়ারের বাদেমাইজ এলাকায় এসে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়েন কমরুল৷ কিছুক্ষণ পর পথচারীরা তাঁকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন৷ ততক্ষণে কমরুল ইন্তেকাল ফরমাইয়াছেন৷ উদ্ধারকারীরা সঙ্গে সঙ্গে খবর দিয়ে কমরুলের দেহ শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান৷
এদিকে কমরুল ইসলামের দুর্ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন পরিবারের লোকজন৷ তাঁর পরিবারে রয়েছেন মা, স্ত্রী, ২ মেয়ে, ৫ ভাই, ৪ বোন৷ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা বদরপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিলে পাঠানো হয়েছে৷