নবনির্মিত মন্দিরে শিব প্রতিষ্ঠা রামকৃষ্ণনগরে
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী শিবটিলায় নবনির্মিত শিব মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক বিজয় মালাকার৷ সোমবার নবনির্মিত মন্দির প্রাঙ্গণে স্থায়ী শিবলিঙ্গের পুনঃস্থাপন ও প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে সহযোগিতা করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷
এ দিন সকাল থেকেই শুরু হয় মন্দির প্রতিষ্ঠার কাজ৷ শিব লিঙ্গের পূজার্চনার পাশাপাশি যজ্ঞ ও হরিনাম সংকীর্তনেরও আয়োজন করা হয়৷ এতে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে৷
এদিন সকালে বিধায়ক বিজয় মালাকার অন্যদের সঙ্গে শিবলিঙ্গ কাঁধে করে অস্থায়ী স্থান থেকে নবনির্মিত মন্দিরে এনে স্থাপন করেন৷ এরপর শুরু হয় পূজার্চনা৷
জানা গেছে, এই শিব মন্দির উন্নয়নে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা প্রদান করেন৷
এদিন বিধায়ক বলেন, মন্দিরে অনেক কাজ বাকি রয়েছে৷ আগামীতে এই মন্দিরের নাট মন্দির নির্মাণ সহ পানীয় জলের ব্যবস্থা করা হবে৷ বিধায়কের এহেন পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার মানুষ৷