Barak Valley
নয়াবাড়ি শ্রীশ্রীদয়াময়ী কামাখ্যা আশ্রমে অফিস কক্ষের উদ্বোধন
করিমগঞ্জ : নয়াবাড়ি শ্রীশ্রীদয়াময়ী কামাখ্যা আশ্রমে নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করা হয় সোমবার৷ উদ্বোধন করেন করিমগঞ্জের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস সহ বিশিষ্ঠজনেরা৷ এরপর এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা৷ সঙ্গীত পরিবেশনে ছিলেন মধুমিতা তরাত, চন্দ্রিমা তরাত, রুপা কর্মকার, স্বাগতা চক্রবর্তী, সুরজ চক্রবর্তী, বিষ্ণুপদ নাগ৷ পরে সভায় অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়৷ সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র দাস, দীপা শর্মা, অশোক দত্ত, কার্তিক দাস, বিশ্বজিৎ চন্দ্র প্রমুখ৷ সভা পরিচালনা করেন অরূপ দাস৷