Tuesday, December 6, 2022

নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার লঙ্গাই নদীতে

করিমগঞ্জ : লঙ্গাই নদীতে মরণঝাঁপ দিলেন করিমগঞ্জ শহরের এক ব্যক্তি৷ রবিবার বিকেলে তাঁর লাশ উদ্ধার হয় উত্তর করিমগঞ্জের দাসগ্রাম সেতুর নীচ থেকে৷ জানা গেছে, করিমগঞ্জ লঙ্গাই রোডের মনোরঞ্জন হোড় লেনের বাসিন্দা পীযূশপাণি দেব (৪০) শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন৷ তিনি এদিন নিজের চশমা, ওয়ালেট সবকিছু ঘরে রেখেই নিখোঁজ হন৷ পরিবারের তরফে প্রথমেই সরকারি হাসপাতালে খোঁজ নেওয়া হয়৷

এরপর বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও কিছু জানা যায়নি৷ যদিও শনিবার সকালেই এক ব্যক্তির লঙ্গাই নদীতে ঝাঁপ দেওয়ার খবর চাউর হয়৷ রবিবার বিকেলে দাসগ্রাম সেতুর নীচে মৃতদেহ ভাসতে দেখে মানুষের ভিড় জমে৷ খবর দেওয়া হয় থানায়৷ এরপর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়৷ জানা গেছে, পীযূশপাণি দেব নাকি কিছুটা অন্যমনস্ক হয়ে সবসময় থাকতেন৷ তাঁর এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Latest Updates

RELATED UPDATES