Barak Valley
নিলামবাজার পুলিশের জালে মাদক কারবারি
নিলামবাজার : নেশা বিরোধী অভিযানে ফের সফলতা নিলামবাজার পুলিশের৷ মাদক সমেত হাতেনাতে গ্রেফতার হল মাদক কারবারি সবুর আলি (৪৫)৷
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকারের নেতৃত্বে সাদা পোশাকের বিশাল পুলিশ বাহিনী স্থানীয় যাত্রাপুর গ্রামে ওৎ পেতে বসেন৷
দুপুর ২:৩০-টে নাগাদ হঠাৎ সড়ক দিয়ে এঅ ব্যক্তিকে হেঁটে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের৷ এরপর পুলিশ তাকে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ কৌটো মাদক উদ্ধার করে৷ যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে ধারণা পুলিশের৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে সবুর বাইরে থেকে ড্রাগস এনে নিলামবাজারে পাচার করতো৷ নিলামবাজার থানার পার্শ্ববর্তী যাত্রাপুর গ্রামের প্রয়াত ছতই মিয়ার ছেলে সবুর আলিকে বর্তমানে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ৷