পাঁচগ্রামে বেহাল জাতীয় সড়কে কলাগাছ রোপণ করে প্রতিবাদ

পাঁচগ্রাম : বেহাল জাতীয় সড়কের পাঁচগ্রামে কলাগাছ রোপণ করে প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা৷ ব্যবসায়ী আব্দুর রহমান মজুমদারের নেতৃত্বে পাঁচগ্রামের নতুন বাজারে ফরেস্ট অফিসের সামনে সড়কের গর্তের মধ্যে কলাগাছের চারা রোপণ করে প্রতিবাদ জানান তাঁরা৷ এলাকার ভুক্তভোগীদের পক্ষে আব্দুর রহমান জানান, সরকারের অবহেলার জন্য ফরেস্ট অফিসের সামনে জাতীয় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে৷ ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনাও ঘটছে৷
ওই সড়ক হয়ে বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়ারা যাতায়াত করেন৷ যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷ সড়ক সংস্কারের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনও লাভ হয়নি৷ নিকাশি ব্যবস্থা না থাকার ফলে সবসময় রাস্তা জলমগ্ন থাকে বলে তিনি জানান৷
তিনি আরও বলেন, সড়কের এই গর্ত থেকে ডানদিকে প্রায় দেড়শো মিটার দূরে রয়েছে স্থানীয় বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর ঘর এবং বামদিকে দেড়শো মিটার দূরে রয়েছে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ঘর৷ এ ব্যাপারে দুই বিধায়ককে বারবার অবগত করা হলে তাঁরা এতে কোন ইতিবাচক সাড়া দেননি৷ তাই বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন তিনি৷ এ দিন এই প্রতিবাদে সামিল হয়েছেন পাঁচগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয়রা৷