পাঞ্চজন্য-র বর্ষপূর্তিতে মুখপত্র উন্মোচন
পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাঞ্চজন্য সাহিত্য আড্ডার ৪র্থ বর্ষপূর্তি ও মুখপত্র ‘আরশি-৪’ উন্মোচন হল রবিবার৷ করিমগঞ্জ সেটেলমেন্ট রোডের বিশ্বরূপা বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন জনেরা৷ অনুষ্ঠান মঞ্চ উৎসর্গিত হয় পাঞ্চজন্য পরিবারের সদস্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ ও বাচিক শিল্পী প্রয়াত সবিতা ভট্টাচার্য এবং কবি-লেখিকা প্রয়াত ছন্দা দেবীর নামে৷ বার্ষিক মুখপত্র ‘আরশি-৪’ উৎসর্গিত হয়েছে পরিবারের উপদেষ্টা, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী প্রয়াত সুব্রত পালের উদ্দেশ্যে৷
উল্লেখ্য, ‘আরশি’ হলো পাঞ্চজন্য পরিবারের বার্ষিক মুখপত্র৷ সারা বছর পরিবারের সদস্যদের মধ্যে যেসব শিল্প-সাহিত্যের সৃজন ও চর্চা হয়, সে সবের সংকলিত রূপ এই ‘আরশি’৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরার বিলোনিয়ার বিশিষ্ট কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক খোকন সাহা৷ বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুম্বাই থেকে সিনিয়র আইনজীবি কীরিট জীবনলাল হাকানি৷ অনুষ্ঠান শুরু হয় পরিবারের কর্ণধার শান্তনু বন্দোপাধ্যায়ের কন্ঠে ‘আমরা মলয় বাতাসে ……..’ গানের মাধ্যমে৷
স্বাগত ভাষণে ছিলেন আইনজীবি ধ্রুবজ্যোতি ঘোষ৷ অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল ‘মাটির গন্ধ’ আঞ্চলিক নাটক৷ পরে আবৃতি প্রতিযোগিতা ও রবীন্দ্র জয়ন্তীর পুরষ্কার ও স্মারক সম্মান প্রদান করা হয় কচিকাঁচাদের মধ্যে৷