Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জে চুরির ঘটনা বৃদ্ধি হওয়ায় জেলাশাসককে কংগ্রেসের স্মারকপত্র

করিমগঞ্জ : শহর করিমগঞ্জে ক্রমশ চুরির ঘটনা বৃদ্ধিতে শহরবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে৷ রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক বাড়িতে প্রবেশ করে নিশিকুটুম্বরা হাতিয়ে নিচ্ছে মূল্যবান সামগ্রী৷ সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদানের তুলে ধরে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র তুলে দেন৷

করিমগঞ্জের নবাগত পুলিশ সুপার পার্থপ্রতিম বরার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলের তরফে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী তীব্র ক্ষোভ ব্যক্ত করেন৷ বলেন, সদর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে যেমন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে৷ তেমনি প্রায় প্রতিরাতে কোনও না কোনও এলাকায় চোরের দল হানা দিচ্ছে৷ আশ্চর্যজনকভাবে গৃহকর্তার উপস্থিতিতে শহরের নীলমণি রোডে চুরির ঘটনা ঘটেছে৷ শম্ভুসাগর পার্ক এলাকায় পর পর ৩টি দোকানে চুরির ঘটনা CC Camera-এ ধরা পড়লেও চোর ধরতে পুলিশের অক্ষমতার কারন পুলিশ সুপারকে অবগত করেন জেলা সভাপতি৷ রাতে পুলিশ প্রহরার উপর জোর দেন রজতবাবু৷

বলেন, প্রশাসন সক্রিয় না হলে সাধারণ মানুষ বাধ্য হয়ে আন্দোলন করবেন৷ এতে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠবে৷

এদিন প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দাস, দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী, SC Cell-র chairman নৃপেন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

পুলিশ সুপার জানান, তিনি পৌরপতি ও জেলাশাসকের সঙ্গে আলোচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবেন৷ অপরাধ প্রতিরোধে CC Camera বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি৷

Show More

Related Articles

Back to top button