Monday, October 3, 2022

পাবলিক স্কুলের শিবিরে খাদ্যসামগ্রী বন্টন সাংস্কৃতিক মহাসভার

করিমগঞ্জ : ভয়াবহ বন্যার কবলে পড়ে করিমগঞ্জ পাবলিক হাইস্কুলে আশ্রিত পরিবারগুলোর পাশে দাঁড়ায় সাংস্কৃতিক মহাসভার জেলা সমিতি৷ বৃহস্পতিবার ASTC chairman মিশনরঞ্জন দাসের উপস্থিততে বন্যাপীড়িতদের মধ্যে রুটি, বিস্কুট ইত্যাদি খাদ্য সামগ্রী বন্টন করে সংগঠন৷

মিশন বলেন, বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিত মানুষের মুখে হাসি ফোটাতে শিশুদের প্রতি সংগঠন যেভাবে হাত বাড়িয়ে দিযেছে, তা সত্যিই প্রশংসনীয়৷ সংগঠনের সভাপতি অসীম দাস বলেন, বন্যাক্রান্ত শিশুদের দুর্গতি দেখে আমরা ভীষণভাবে মর্মাহত হই৷ দুর্গত শিশুদের পাশে দাঁড়ানোর জন্যে পাবলিক হাইস্কুলের অধ্যক্ষ আশিষ দাস সাংস্কৃতিক মহাসভার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান৷

এদিন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবতোষ পুরকায়স্থ, হেমেন্দ্র রুদ্র পাল, রত্নদীপ গুপ্ত, ইসকনের প্রতিনিধি হিসেবে ছিলেন নিমাই কিশোর দাস৷

Latest Updates

RELATED UPDATES