Wednesday, September 28, 2022

পাশে উদ্ধার কীটনাশক, নিলামবাজারের তেঘরিয়ায় বৃদ্ধের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

নিলামবাজার : দিনদুপুরে জনশূন্য এলাকায় এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বারইগ্রাম ওয়াচ পোস্টের অধীধ তেঘরিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ তাছাড়া মৃতদেহের পাশ থেকে কীটনাশক উদ্ধার হওয়ায় এটি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা, এ নিয়ে রীতিমতো ধন্ধে রয়েছে পুলিশ৷

জানা গেছে, ইলাসপুর জিপির তেঘরিয়া গ্রামের লঙ্গাই নদীর E&D বাঁধের উপর শুক্রবার দুপুর নাগাদ এক বয়স্ক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ প্রাথমিকভাবে অনুমান, প্রখর রোদে লোকটি গাছের তলায় শুয়ে পড়েছেন৷ কিন্তু সামনে গিয়ে লোকটিকে মৃত অবস্থায় ও পাশে একটি কীটনাশক পড়ে থাকতে দেখেন৷ তাছাড়াও লোকটির মুখ থেকে লালাও বেরোতে দেখেন৷

সঙ্গে সঙ্গে খবর দেন বারইগ্রাম পুলিশকে৷ পুলিশ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হুসেনের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জে পাঠিয়ে দেয়৷ প্রাথমিক তদন্তে লোকটির নাম অনন্ত দাস (৬০), বাড়ি করিমগঞ্জে বলে জানতে পারে পুলিশ৷ তবে ঘটনাটি আসলে কী, তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ৷

Latest Updates

RELATED UPDATES