Barak Valley

পীযূষের সঙ্গে সাক্ষাৎ করিমগঞ্জ বিজেপির

করিমগঞ্জ : শুক্রবার করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে সাক্ষাৎ করল করিমগঞ্জ বিজেপি৷ ডিলিমিটেশনের খসড়া প্রকাশের পর যে ভৌগোলিক ও রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে এ নিয়ে মন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরে করিমগঞ্জ বিজেপির প্রতিনিধি দল৷ করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষিত রাখা এবং ৫টি বিধানসভা বহাল রাখার দাবি জানায় জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে যাওয়া প্রতিনিধি দল৷

দিসপুরে মন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত তুলে ধরেন তাঁরা৷ মন্ত্রী পীযূষ হাজারিকার কাছে দাবি জানানো হয় করিমগঞ্জ লোকসভাকে সংরক্ষিত রাখা৷ বদরপুরের একটি অংশকে সঙ্গে নিয়ে উত্তর করিমগঞ্জ কেন্দ্র নামকরণ করা, নর্থ করিমগঞ্জের নাম সাউথ এবং সাউথকে পাথারকান্দি করা৷ এছাড়া বদরপুর আসনের যে অংশ কাছাড়ের সঙ্গে যুক্ত হয়েছে সেটা পুনরায় পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা৷ সবথেকে গুরুত্ব আরোপ করা হয় করিমগঞ্জ জেলার ৫টি বিধানসভা যাতে বহাল থাকে৷

তাছাড়া জেলার নানা উন্নয়নের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন৷ মন্ত্রী পীযূষ গুরুত্ব সহকারে বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন৷

জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, তাদের আলোচনা কিছুটা আশাজনক৷ কিছু বিষয় এই আলোচনায় স্পষ্ট হয়েছে৷

প্রতিনিধি দলে সুব্রত ভট্টাচার্য ছাড়া ছিলেন শিপ্রা গুণ, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ দাস, অমরেশ রায়, জেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ দাস, পৌরপতি রবীন্দ্র দেব প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button