Barak Valley
পুনরায় করিমগঞ্জ জেলা পরিষদের দরপত্র আহ্বান
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত গান্ধাই জিপির গান্ধাই বাজার এবং মালুয়া শ্রীগৌরী জিপির সকাইতি ফিশারি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে৷ এতে করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জানিয়েছেন, গত ২৫মে তারিখে দরপত্রের বিজ্ঞপ্তি অনুসারে জেলা পরিষদ কর্তৃপক্ষ দ্বারা ওই বাজার ২টি পঞ্চায়েত আইন অনুসারে সাব্যস্ত না হওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে৷ এতে গত ২৫মে তারিখের করিমগঞ্জ জেলা পরিষদের দরপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির সব শর্তাবলি মেনে ২৬ জুন, বেলা ২টা পর্যন্ত বন্দোবস্ত গ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে৷ দরপত্র সংক্রান্ত বিস্তারিত বিবরণ করিমগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে পাওয়া যাবে৷