Barak Valley
পুলিশি জিম্মা থেকে পলাতক চোরকে আটক জনতার
করিমগঞ্জ : পুলিশের জিম্মা থেকে পালিয়ে যাওয়া চোরকে আটক করে পুলিশে দিলেন জনতা। রবিবার রাতে করিমগঞ্জের গরদারাশি গ্রাম থেকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পলাতক মাতাব উদ্দিনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, ব্যাটারি চুরির অভিযোগে রবিবার তিন চোরকে আটক করেছিল গিরিশগঞ্জ ওয়াচপোস্টের পুলিশ। এর পর বিকেলের দিকে সুযোগ বুঝে পুলিশের জিম্মা থেকে রহস্যজনকভাবে অন্তর্ধান হয়ে যায় মাতাব উদ্দিন নামের চোর।
পলাতক অভিযুক্তকে আটক করতে জাল বিছায় গিরিশগঞ্জ পুলিশ। অন্য দুই চোরকে হস্তান্তর করা হয় সদর থানায়। এর পর থেকে চাপ বাড়ে পুলিশের। আর ওইদিন রাতে স্থানীয় গরদারাশি গ্রাম থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন জনতা।
সোমবার মাতাবকে হস্তান্তর করা হয় করিমগঞ্জ সদর থানায়। আজ তাকে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে মাতাবকে জেল হাজতে পাঠানো হয়েছ।