Barak Valley

প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবিতে করিমগঞ্জের গন স্বাক্ষর অভিযান

করিমগঞ্জ : রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবিতে রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর নির্দেশে, আসাম টেট শিক্ষক সমাজ ও ষ্টেটপুল শিক্ষক সংস্থার পূর্ণ সমর্থনে এবং করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সৌজন্যে গন স্বাক্ষর অভিযান শুরু হয়েছে ।

আজ বৃহস্পতিবার করিমগঞ্জের গঙ্গা ভান্ডারের সামনে দুপুর ২-০০ টা থেকে বিকাল ৪-৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। স্বাক্ষর অভিযানের সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি, সম্পাদক, জেলার কর্মকর্তাগণ, রাজ্যিক সদস্যগণ, জেলার প্রতিটি খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি, সম্পাদক, টেট উর্ত্তীণ শিক্ষক সমাজ, ষ্টেটপুল শিক্ষক সংস্থার সভাপতি, সম্পাদক গণ ও শিক্ষক সম্মিলনীর প্রতিনিধিরা ।

আজকের স্বাক্ষর অভিযানে প্রায় ছয়শত স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে সবশেষে জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি ও সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনগুলোতে গণ স্বাক্ষর অভিযানে সকলের উপস্থিত কামনা করেন।

Show More

Related Articles

Back to top button