Barak Valley

প্রয়াত করিমগঞ্জের রাখাল ঘোষ

করিমগঞ্জ, ২২ জুলাই : চলে গেলেন রেল বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী, করিমগঞ্জের ব্রাক্ষ্মণবাড়িয়া গ্রুপের অন্যতম স্বত্বাধিকারী, সমাজসেবী রাখাল ঘোষ। শনিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে করিমগঞ্জে।

প্রয়াত রাখাল ঘোষ দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকমাস আগে শিলচরের এক নার্সিং হোমে ভর্তি ছিলেন তিনি। এর পর কিছুটা সুস্থ হয়ে উন্নত চিকিত্‍সার জন্য পাড়ি দেন কলকাতায়।

আজ শনিবার সকালে হঠাত্‍ করে শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে নেওয়া হয় হাসপাতালের আইসিইউতে। কিন্তু চিকিত্‍সকদের সব চেষ্টাকে ব্যর্থ করে আইসিইউ-এর বেডেই না ফেরার দেশে পাড়ি দেন ।

Show More

Related Articles

Back to top button