প্রায় ১০ কোটি টাকার হেরোইন ও ইয়াবা উদ্ধার কাছাড়ে, গ্রেফতার মহিলা সহ দুই

শিলচর, ১০ এপ্রিল : কাছাড় জেলার বাগাডোরে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১০ কোটি টাকার সন্দেহভাজন হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। মাদকদ্রব্যগুলি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে অসমে পাচার করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। মাদক কারবারের সঙ্গে জড়িত অভিযোগে এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গোপন এক তথ্যের ভিত্তিতে আজ সোমবার বিকেলে শিলচর শহর সংলগ্ন বাগাডোরে বিশেষ অভিযান চালিয়ে ৫০টি সাবান কেসে ভরতি সন্দেহভাজন হেরোইন, ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্ৰাথমিকভাবে বাজেয়াপ্তকৃত মাদকদ্ৰব্যগুলির কালোবাজারি মূল্য ১০ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করছেন তাঁরা। তিনি জানান, মাদক কারবারে জড়িত অভিযোগে রহিম উদ্দিন ৩৩ এবং জনৈক আব্দুল কাদির লস্করের স্ত্রী হাসিনা বেগম (২৪) নামের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
এরা বহুদিন ধরে এই অঞ্চলে মাদক কারবার করছে বলে তাঁদের কাছে তথ্য ছিল, জানান পুলিশ সুপার। তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারে জড়িত চক্রকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হবে।