প্রিপেড মিটারের প্রতিবাদে পানপট্টি বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্না
শিলচর : বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে প্রিপেড মিটার প্রত্যাহারের দাবিতে আজ পানপট্টিতে বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল আসাম ইলেকট্রিক্যাল কনজিউমার্স অ্যাসোসিয়েশন৷ গত রবিবার নাগরিক সভায় সিদ্ধান্ত মতে আজ পানপট্টি অফিসের সামনে ধর্না প্রদর্শন করা হয়৷ যদিও এই ধরনের প্রদর্শনের বাধা দেওয়া হয়৷ কিন্তু তারপরও প্রতিবাদকারীরা সোচ্চার হন৷
স্মার্ট মিটার ও প্রিপেড মিটার বসানোর ফলে জনগণের পকেট থেকে প্রতিমাসে দ্বিগুণ দিতে হচ্ছে৷ কোন কোন ক্ষেত্রে এটা তিনগুণও দাঁড়াচ্ছে৷ এ কথা জানান সংস্থার কর্মকর্তারা৷ অবিলম্বে প্রিপেড মিটার বাতিলের দাবিও জানানো হয়৷ সাধারণ মানুষকে এভাবে সমস্যায় ফেলে দেওয়ার তীব্র সমালোচনা করেন আন্দোলনকারী৷ স্মার্ট মিটারের নামে প্রত্যেকটি গ্রাহকের কাছ থেকে দ্বিগুণ বিল আদায় করা হচ্ছে৷
তাঁরা বলেন, তাঁদের এই আন্দোলন ধারাবাহিক পর্যায়ে চলবে৷ আগামী ১৯ জুন মানব শৃঙ্খল রচনা করা হবে৷ আগামী ৪ জুলাই নিষ্প্রদীপ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷
আন্দোলনকারীদের পক্ষ থেকে অজয় রায় সাংবাদিকদের জানান, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে, এভাবে স্মার্ট মিটার কোনও অবস্থায় মেনে নেওয়া হবে না৷ বরাকবাসীর প্রতি তাঁরা আবেদন জানিয়ে বলেন, স্মার্ট মিটার থেকে যে বিল আসবে সেই বিল যাতে তারা জমা না দেন৷ এই বিষয়টা নিয়ে তাঁরা বিদ্যুৎ কর্তার সঙ্গেও কথা বলেছেন৷ তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন৷