Assam
ফের ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার জালে এক পাটোয়ারি
গুয়াহাটি : ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার জালে ফের এক পাটোয়ারি৷ শুক্রবার কামরূপ থেকে তাকে আটক করা হয়৷ তার নাম উৎপল কেম্পারিয়া৷ কামরূপ জেলার হাজো রাজস্ব সার্কল কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি৷ জমি হস্তান্তর প্রক্রিয়ার কাজ করতে গিয়ে ঘুষ দাবি করে হাতেনাতে ধরা পড়েন তিনি৷ এদিন দুর্নীতি দমন শাখার টুইটারে বিষয়টি জানানো হয়৷