Barak Valley

অনুকুলচন্দ্রের জন্ম মহামহোৎসবের উদ্বোধন করিমগঞ্জে

করিমগঞ্জ : যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের শুভ ১৩৬তম জন্ম মহামহোৎসব উপলক্ষে করিমগঞ্জ কলেজের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ কলেজের মাঠে অস্থায়ী ৩টি মন্দির নির্মাণ করা হয়েছে৷ সেই মন্দিরে শ্রীশ্রী ঠাকুর, শ্রীশ্রী বড়মা ও শ্রীশ্রী বড়দার শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে৷ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে উৎসব উদ্বোধন করা হয়৷ এরপর যুব সম্মেলন, সমবেত বিনতি প্রার্থনা, নামজপ এবং শ্রীশ্রী ঠাকুরের সদগ্রন্থাদি পাঠ৷ সন্ধ্যায় সৎসঙ্গ ও শ্রীশ্রী ঠাকুরের নাম সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ রবিবার সকালে করিমগঞ্জ কলেজের খেলার মাখ থেকে এক ধর্মীয় শোভাযাত্রা বের করা হবে৷ এবং দিনব্যপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উৎসব পরিচালন কমিটি থেকে জানানো হয়৷ এদিন সকালে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে৷ এছাড়া সমবেত বিনতি প্রার্থনা, নামজপ এবং শ্রীশ্রী ঠাকুরের সদগ্রন্থাদি পাঠ করা হবে৷ এবং কলেজের মাঠে তৈরী করা অস্থায়ী মঞ্চে দিনব্যপী ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে৷ এই অনুষ্ঠানে বরাক উপত্যকায় বিভিন্ন স্থান থেকে অগণিত শিষ্যরা উপস্থিত হবেন বলে পরিচালন কমিটির অনুমান৷

Show More

Related Articles

Back to top button