ASSAM

বকো শিংরাতে মালগাড়ির ১৫টি বগি লাইনচ্যুত

গুয়াহাটি : রেলে যেন শনির দশা লেগেছে৷ একটা পর একটা দুর্ঘটনা লেগেই রয়েছে৷ ওড়িশার বালাসোর ট্রেন দুর্ঘটনার ক্ষত শুকানোর আগেই এবার অসমে ঘটল রেল দুর্ঘটনা৷ অবশ্য এই দুর্ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি৷ কেননা, এটা ছিল মালগাড়ি৷ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি অভিমুখে আসা একটি মালগাড়ি বুধবার বকোর শিংরা এলাকায় দুর্ঘটনার শিকার হয়৷ মালগাড়িটির ১৫টি কামড়া লাইনচ্যুত হয় বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button