Monday, October 3, 2022

বদরপুরঘাটে বিপুল সংবর্ধনা সুনীল ডেকাকে

বদরপুর : বরাক সফরে এসে বুধবার বদরপুরঘাটে বিপুল সংবর্ধনার জোয়ারে ভাসলেন অসম গণ পরিষদের কেন্দ্রীয় উপ-সভাপতি সুনীল ডেকা৷ শিলচর-হাইলাকান্দি সফর শেষে করিমগঞ্জ যাওয়ার পথে বদরপুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত জেলা উপ-সভাপতি মাসুক আহমেদের নেতৃত্বে শতাধিক কর্মী উপস্থিত থেকে সুনীল ডেকাকে সংবর্ধনা জানান৷ উপস্থিত ছিলেন যূব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, যুব পরিষদের সভাপতি আবু খালেদ সাইফুল্লাহ প্রমুখ৷

Latest Updates

RELATED UPDATES