BARAK VALLEYSPORTS

বদরপুরের শুভমের জ্যাভলিনে সোনা জয়

শিলচর : সাফল্যের খাতায় আরও একবার নিজের নাম লিখলেন বদরপুরের শুভম ঘোষ৷ শুভম অনূর্ধ্ব ১৮ বয়স গ্রুপে আসাম অ্যাথেলেটিক্স সংস্থার আয়োজিত আন্তঃজেলা প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্ববিতা করেন এবং জ্যাভলিন থ্রো-য় সোনা জেতেন তিনি৷ গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে আয়োজিত এই. আসরে সাফল্যের জন্য শুভমকে অভিনন্দন জানিয়েছেন প্রোগেসিভ স্কুলের কর্ণধার মহম্মদ শাহজাহান৷ শুভম এই স্কুলের ১০-ম শ্রেণির ছাত্র৷

Show More

Related Articles

Back to top button