Barak Valley
বদরপুরে ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

বদরপুর : মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আজ সোমবার করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর থানার পুলিশে অভিযানে কমপক্ষে ২ কোটি টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মাদক কারবার এবং পাচারের অভিযোগে পুলিশ কাছাড় জেলাধীন কাটিগড়ার বাসিন্দা দিলোয়ার হোসেন চৌধুরী নামের একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, নিৰ্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দশ হাজার মাদক ইয়াবা ট্যাবলেট এবং কিছু নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মাদকগুলি কাটিগড়া থেকে বদরপুরের কোনও স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারী দিলোয়ার হোসেনের। কিন্তু প্রাপ্ত তথ্য অনুযায়ী বদরপুরঘাট এলাকায় নিৰ্দিষ্ট একটি গাড়ির গতিরোধ করে দিলোয়ারকে বমাল আটক করা হয়।