Barak Valley
বদরপুরে গাঁজা সহ আটক ২
ধৃতদের হেফাজতে রেখে তথ্য জানার প্রয়াস পুলিশের
বদরপুর : গাঁজা সহ দুজনকে আটক করেছে বদরপুর পুলিশ৷ ধৃতদের মধ্যে ১ জন মহিলাও রয়েছেন৷ ধৃতরা হলেন নাজিম উদ্দিন এবং মিতালি রবিদাস৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে বদরপুরের আদমখাকি রোডের কমলপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে পুলিশ৷ আটক করা হয় এক মহিলা সহ দুজনকে৷ মালুয়া পিআইসিপি ইনচার্জ দিবাকর গগৈ কমলাপাড়া এলাকায় AS 10 AC 9783 নম্বরের অটোরিকশায় অভিযান চালিয়ে এই গাঁজা সহ দুই পাচারকারীকে আটক করেন৷ ধৃত নাজিমউদ্দিনের বাড়ি পূর্ব দত্তপুর গ্রামে৷ মিতালি রবিদাসের বাড়ি দত্তপুরে৷ পুলিশ গাঁজা সহ ধৃতদের বদরপুর থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যায়৷ সঙ্গে গাঁজা সরবরাহের দায়ে অটোরিকশাটিও আটক করেছে পুলিশ৷ ঘটনায় কমলপাড়া এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দেয়৷