Barak Valley

বদরপুরে বন্যাক্রান্তদের সহায়তায় জেলা নদওয়াতুত তামিল

বদরপুর : বদরপুর সার্কলের ভাঙ্গা চিনিপাতন গ্রামে বন্যাক্রান্ত শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে খবর পেয়ে ১০০ লিটার দুধ সহ বিস্কুট ও চিরা নিয়ে গেল করিমগঞ্জ নদওয়া৷ জেলা নদওয়ার সভাপতি মুফতি আব্দুল আব্দুল বাসিত কাসিমির পরামর্শে ও জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মওলানা জসিম উদ্দিনের তৎপরতায় চিনিপাতন মাইমাল মঞ্জিলে থাকা আশ্রয় শিবিরের শিশুদের খাদ্যের ব্যবস্থা করে করিমগঞ্জ নদওয়া৷ এদিন প্রতিনিধি দলে ছিলেন নদওয়ার কেন্দ্রীয় সম্পাদক মওলানা উসামা মবরুর চৌধুরী, জেলা নদওয়ার প্রচার সচিব আইনজীবী হুসাইন আহমদ চৌধুরী, জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মওলানা জসিম উদ্দিন ও ভাঙ্গা আঞ্চলিক যুব নদওয়ার সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button