Barak Valley

বদরপুরে বরাক নদীতে মাছ ধরতে গিয়ে সলিল সমাধি

বদরপুর : বরাক নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেছে বদরপুর থানা এলাকার গড়কাপন গ্রামের আমির শেখের বছর ১৮-র ছেলে মোহাম্মদ রফিক৷ ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সন্ধ্যায়৷ জানা গেছে, রফিক মাছ ধরার জন্য বরাক নদীতে যায়৷ জাল দিয়ে মাছ ধরার জন্য হঠাৎ গভীর জলে তলিয়ে যায়৷ খবর দেওয়া হয় বদরপুর ফায়ার এন্ড এমারজেন্সি সার্ভিসে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বদরপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷ কয়েক ঘন্টা নদীতে তল্লাশি সন্ধান মেলেনি৷ ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগামীকাল সকালে আবার তল্লাশি শুরু করেন তারা৷

Show More

Related Articles

Back to top button