BARAK VALLEY

বদরপুরে বাইক-ই রিকশা মুখোমুখি

বদরপুর : বদরপুরে বাইক-ই রিকশার মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ২ জন৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক ১০:৩০ নাগাদ বদরপুর SBI-র সামনে৷ জানা গেছে, বদরপুর থেকে পাঁচগ্রাম অভিমুখী AS-10-ER-1994 নম্বরের ই-রিকশা ও শিলচর থেকে বদরপুর অভিমুখী AS-11-N-5607 নম্বরের একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জাতীয় সড়কে ছিটকে পড়েন ২ জন৷ বাইক আরোহীর নাম বিশ্বদীপ রায় কর্মকার ও ই-রিকশা চালকের নাম সুশীল দাস৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা তাদের ২ জনকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেন৷ অবস্থা আশঙ্কাজনক থাকায় ২ জনকে SMCH-এ পাঠানো হয়৷ খবর দেওয়া হয় বদরপুর পুলিশ স্টেশনে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বদরপুর পুলিশ৷ বদরপুর ট্রাফিক পুলিশ গাড়িগুলি থানায় নিয়ে আসে৷

Show More

Related Articles

Back to top button