Barak Valley

বদরপুরে স্থায়ী সার্কল অফিসারের দাবিতে ডিসিকে স্মারকপত্র

বদরপুর : বদরপুর সার্কল অফিসে স্থায়ী সার্কল অফিসার না থাকায় জনসাধারণের অনেক অসুবিধা হচ্ছে৷ বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জাকারিয়া আহমদ৷ তিনি মঙ্গলবার করিমগঞ্জের ডিসির সঙ্গে দেখা করে এ মর্মে এক স্মারকপত্র প্রদান করেন৷

স্মারকপত্রে তিনি উল্লেখ করেন, তোয়াহির আলম বদরপুর সার্কল থেকে পদোন্নতি পেয়ে বদলি হওয়ার পর বদরপুর সার্কলে ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার৷ স্থায়ী সার্কল অফিসার না থাকায় অসম মালার অধীনে মকইভাঙ্গা থেকে যে রাস্তা নির্মাণ হওয়ার কথা, সেই রাস্তার জমি অধিগ্রহণ সংক্রান্ত অনেক কাজ হচ্ছে না৷ তাছাড়া অন্যান্য জরুরি কাজও বাধাপ্রাপ্ত হচ্ছে৷ সেজন্য অতি সত্বর বদরপুরে একজন স্থায়ী সার্কল অফিসার দেওয়ার জন্য তিনি ডিসির কাছে আর্জি জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button